শিরোনাম

গোপালগঞ্জের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব সদস্য হিসেবে থাকবেন।

কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রধান উপদেষ্টার দফতরে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কেন্দ্র করে সংঘটিত সহিংসতার বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কারও গাফিলতি থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পুরো শহরে কারফিউ জারি করা হয়। পরিস্থিতি থমথমে থাকলেও শহরের কিছু এলাকায় সীমিত যানবাহন চলাচল করছে; বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

মাঠ পর্যায়ে দেখা গেছে, সড়কে পড়ে থাকা ইট-পাটকেল, গেট, ব্যানার ও ফেলে রাখা গাছপালা সরানোর কাজ চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। কারাগারে হামলার পর সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত কারা পরিদর্শক জানান, বর্তমানে নতুন করে হামলার কোনো আশঙ্কা নেই।