জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শহীদ হওয়া আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এর আগে, নিহত আবু সাঈদের পরিবার ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চেয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে। পরবর্তীতে তদন্ত সংস্থা তদন্ত শেষ করে তাদের প্রতিবেদন প্রসিকিউশনের হাতে তুলে দেয়। সেই প্রতিবেদনে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তদের মধ্যে পুলিশের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন।
এই মামাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম হত্যা মামলা। বর্তমানে মামলার চারজন আসামি কারাগারে রয়েছেন—তারা হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।