শিরোনাম

নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হয়নি: আইএসপিআর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : সংগৃহীত

নির্বাচন বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে যে কোনো দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বনানীতে সেনাবাহিনীর নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্ণেল শফিকুল ইসলাম আরও জানান, এবারের ঈদ যাত্রায় অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কম ছিল। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ১,২০০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে ৩৫ লাখ টাকার বেশি অর্থ ফেরত দেওয়া হয়েছে।

Krishibid Group Real Estate-ads