আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, “রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। এটি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন প্রক্রিয়ায় রোডম্যাপ তৈরি হবে, তা পরে জানানো হবে।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনো আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।
তিনি আরও জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য কমিশনে এ পর্যন্ত ৩১৮টি আবেদন জমা পড়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিন বিকেলে নির্বাচন কমিশনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টি ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সংবিধানসম্মত নির্বাচন দেখতে চায়।”
তিনি আরও জানান, সুষ্ঠু ভোট আয়োজনে বর্তমান সরকারের ওপর তাদের আস্থা রয়েছে। একই সঙ্গে দলের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে তিনি অবৈধ বলে মন্তব্য করেন।