জুলাইয়ের আন্দোলনে সংঘটিত গণহত্যার দায় শুধু শেখ হাসিনার একার নয়, এ ঘটনার জন্য দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিউরো সায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দমন-পীড়ন, হত্যা, গুম ও নির্যাতনের রাজনীতি চালিয়ে আসছে। এই নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি।
তিনি বলেন, দেশে সংঘটিত গণহত্যার বিচার নিয়ে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না। জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর আগে ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা। এত সময় পার হলেও তার এবং তার দলের বিচার না হওয়াটা অত্যন্ত হতাশাজনক।
বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন এবং সংস্কার একে অপরের বিরোধী নয়। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, তাদের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা। দেশ ও জনগণের ভবিষ্যৎ রক্ষায় যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সব রাজনৈতিক দলের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।