ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষ দলে দলে গ্রামের পথে রওনা হয়েছেন। অনেকেই যমুনা সেতু হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
এ বছর ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে একদিনে সর্বাধিক যানবাহন চলাচলের নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি গাড়ি সেতু পারাপার হয়েছে, যার ফলে টোল বাবদ আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সেতুর ইতিহাসে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা সেতুর সাইট অফিসে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, টানা ১০ দিনের ছুটির কারণে যাত্রীর চাপ বেড়েছে, আর এর ফলেই টোল আদায়ে এই রেকর্ড হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরের পথে গেছে ৪৩ হাজার ৩টি যানবাহন, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, পশ্চিম টোল প্লাজা হয়ে ঢাকার দিকে গেছে ২১ হাজার ২৮০টি গাড়ি, যেগুলো থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।
তুলনামূলকভাবে, ২০২৩ সালের ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি পার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। চলতি বছরের ঈদে সেই রেকর্ডও ভেঙে গেছে।