জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার জন্য প্রবর্তিত ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার ইসি সূত্রে এই তথ্য জানানো হয়।
২০২৩ সালে, বিগত আওয়ামী লীগ সরকার এনআইডি কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে স্থানান্তর করতে একটি আইন প্রণয়ন করেছিল। ওই আইনে বলা হয়, এনআইডি কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে স্থানান্তর না হওয়া পর্যন্ত ইসির অধীনে পরিচালিত হবে, এবং সেই অনুযায়ী এখনও এনআইডি ইসির অধীনেই রয়েছে।
তবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই উপদেষ্টা, সুশীল সমাজ ও সাধারণ মানুষ ২০২৩ সালের এই আইনটি বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন।
এদিকে, গত ১৫ জানুয়ারি ইসি আইনটি বাতিলের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) আইনটি বাতিল করা হলো।