রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ক্রুস্ক প্রদেশে ইউক্রেনীয় বাহিনীর হামলায় গত এক সপ্তাহে অন্তত ৩০ জন উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। এছাড়াও, সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, চলতি বছরই রাশিয়াকে সহায়তার জন্য উত্তর কোরিয়া সেনা পাঠানো শুরু করে। ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী ক্রুস্ক প্রদেশের পুনরুদ্ধার অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় উত্তর কোরীয় সেনাদের।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে,
তবে নিহতের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। এদিকে, নিরপেক্ষভাবে ঘটনার সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।