শিরোনাম

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করলো চীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আমদানি পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্তও নিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীন এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই শুল্ক ব্যবস্থা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগে থেকেই ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চীনা পণ্যে মোট শুল্কহার দাঁড়াবে ৫৪ শতাংশ।

এর জবাবে চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এবার সেই শুল্কের ওপর আরও ৩৪ শতাংশ যুক্ত করা হলো।

চীনের এই প্রতিক্রিয়ার পর ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, “চীন ভুল পদক্ষেপ নিয়েছে। তারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং এই বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই।”

তিনি আরও দাবি করেন, চীনের প্রতিক্রিয়ার পরপরই ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

ট্রাম্প জানান, এর আগেও ভিয়েতনাম তার প্রশাসনের কাছে তিন মাস সময় চেয়ে আমদানির পরিমাণ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছিল।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে চলমান এই শুল্ক দ্বন্দ্ব শুধু যুক্তরাষ্ট্র ও চীন নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।