যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদেইদা শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহর বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, হোদেইদার ওই আবাসিক এলাকায় চালানো হামলায় নিহতদের মধ্যে চারজন শিশু ও দুইজন নারী রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনা অভিযান শুরু হলে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরাইলি ও তাদের মিত্র জাহাজের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
এরপর একাধিকবার সতর্কবার্তা দিলেও পরিস্থিতি না বদলানোয়, ১৫ মার্চ থেকে ইয়েমেনে ফের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর তিন দিন পর, ১৮ মার্চ থেকে গাজায় যুদ্ধবিরতিও ভেঙে দেয় ইসরাইল।
অন্যদিকে হুথিরাও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, হুথি যোদ্ধারা বুধবার একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। একই দিনে তারা ইসরাইলের তেল আবিবে একটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালায় এবং লোহিত সাগরে টহলরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলাও চালায়।