ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। এই পরিস্থিতিতে আগামী তিন দিন তিনি নিজ বাসভবন থেকেই দাফতরিক কাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত রাতে হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে তার শরীরে পানিশূন্যতা এবং অন্ত্রের প্রদাহ ধরা পড়ে। তিনি বর্তমানে স্যালাইন গ্রহণ করছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, চিকিৎসকদের পরামর্শে তিনি কয়েক দিনের জন্য বিশ্রামে থাকবেন এবং বাসা থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৩ সালে তার হৃদযন্ত্রে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এরপর ২০২৩ সালের ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ দেখা দিলে তার প্রোস্টেট অপসারণ করতে হয়।
চিকিৎসা সংক্রান্ত এ ধরনের ঘটনাসমূহ সত্ত্বেও নেতানিয়াহু তার দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন এবং আপাতত বাসা থেকেই দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।