ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পোল্যান্ড সফর বাতিল করেছেন। পোল্যান্ড সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়, দেশটিতে গেলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে তাকে আটক করা হতে পারে। পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লাও বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান নাৎসি বাহিনী পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোর ইহুদিদের বন্দি রাখার জন্য আউশউইৎজ নামক বন্দি শিবিরগুলো ব্যবহার করত। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এসব শিবিরে প্রায় ১০ লাখ ১০ হাজার ইহুদিকে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এসব বন্দি শিবির মুক্ত করা হয়। এরপর থেকে প্রতি বছর জানুয়ারিতে আউশউইৎজ মুক্তির বার্ষিকী উদযাপন করে পোল্যান্ড। ২০২৪ সালে এ উদযাপনের ৮০তম বার্ষিকী অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অংশ নেওয়ার পরিকল্পনা ছিল।
শনিবার পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী বার্তোসজেউস্কি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরকে পোল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি নেতানিয়াহু সফরে আসেন, তবে আইসিসির নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর পরপরই ইসরায়েল সরকার জানায়, নেতানিয়াহু এবার পোল্যান্ড সফর করবেন না।
গত নভেম্বরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা এবং সেখানকার সাধারণ জনগণকে খাদ্য, পানি, ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
উল্লেখ্য, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে এবং এর নির্দেশনা মানতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: আরটি, টাইমস অব ইসরায়েল