বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এ তথ্য জানিয়েছেন।
এদিন সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এবং দ্য প্রিন্ট একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয়, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির জন্য দায়ী করেছেন। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চাইছে এবং হাসিনা সে কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন। তবে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তার মায়ের পক্ষ থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি।
শেখ হাসিনা পূর্বে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপটি দাবি করছে এবং তিনি না দেওয়ার কারণে মার্কিন সরকার তাকে ক্ষমতায় রাখতে চায় না।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন, এমন খবর সম্পূর্ণ মিথ্যা এবং যুক্তরাষ্ট্রকে জড়িয়ে এমন খবর ভিত্তিহীন।
মুখপাত্র বলেন, এটি বাংলাদেশের জনগণের পছন্দের বিষয় এবং তাদের সরকার নির্ধারণের অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে অনড় রয়েছে।
উল্লেখ্য, গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।