প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক ও অটিজম বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রবিবার দুপুরে ডব্লিউএইচও’র ঢাকা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহীতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা এবং বিশেষ করে অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ে কাজ করার আশ্বাস দেন ড. সায়মা ওয়াজেদ।
মেয়র লিটন বলেন, “ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ড. সায়মা ওয়াজেদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি রাজশাহীর প্রাথমিক ও মানসিক স্বাস্থ্যসেবা এবং অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ডব্লিউএইচও’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। আমরা আশা করছি ডব্লিউএইচও’র সহায়তায় রাজশাহীর স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে এবং আমরা উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হব। এতে মহানগরবাসীসহ এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন এবং স্বাস্থ্যখাতে রাজশাহী অনেক এগিয়ে যাবে।”
সভায় ড. সায়মা ওয়াজেদকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় ডব্লিউএইচও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।