লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সুপারস্টারের শেষ মুহূর্তের গোল ও অ্যাসিস্টে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ‘দ্য হেরনস’।
রবিবার (১৭ আগস্ট) মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ইনজুরির কারণে আগের দুই ম্যাচে বাইরে থাকা মেসি শুরুর একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন তিনি। তখন ১-০ গোলে এগিয়ে ছিল মায়ামি। প্রথমার্ধের শেষদিকে সার্জিও বুসকেটস মাঝমাঠ থেকে এক দুর্দান্ত পাস বাড়ান জর্দি আলবার উদ্দেশে। নিরুপায় অবস্থায় বল পেয়ে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার।
৫৭তম মিনিটে গোল করার সুযোগ পান মেসি। আলবার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। মাত্র দুই মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে লস অ্যাঞ্জেলস। প্যারেন্তের পাস ধরে জোসেফ প্যাইন্টসিল বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন (১-১)।
৮৩ মিনিট পর্যন্ত সমতায় ছিল ম্যাচ। তবে ৮৪তম মিনিটে মেসি তার ম্যাজিক দেখান। রদ্রিগো ডি পলের পাস কন্ট্রোল করে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের নিচু শটে জাল খুঁজে পান তিনি। এর পর আবারও আলো ছড়ান আর্জেন্টাইন মহাতারকা। ৮৯তম মিনিটে ডি পলের পাস থেকে ব্যাকহিলে দারুণ অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান স্ট্রাইকার শট নিয়ে নিশ্চিত করেন মায়ামির জয় (৩-১)।
মেসি ছাড়া আগের ম্যাচে ওরল্যান্ডো সিটির কাছে হেরে টেবিলে ছয়ে নেমে গিয়েছিল ইন্টার মায়ামি। তবে তার ফেরায় দলটি আবার উঠে এসেছে চতুর্থ স্থানে। ২৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।