শিরোনাম

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘোষণা করেছেন যে, খুব শিগগিরই রাজ্য থেকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। বুধবার (২৫ ডিসেম্বর) নাগপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান

মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেন, “রাজ্যে যারা বৈধ নথি ছাড়া বসবাস করছেন, তাদের চিহ্নিত করতে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এ অভিযান থেকে শনাক্ত হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। অভিযানের অংশ হিসেবে তাদের দ্রুত ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কল্যাণ শহরে অভিযান ও আটক

সম্প্রতি মুম্বাই পুলিশের অভিযানে মহারাষ্ট্রের কল্যাণ শহর এবং এর আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। রাজ্যের আরও বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে।

সরকারের কঠোর অবস্থান

মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেন, “মহারাষ্ট্রে অবৈধ অভিবাসন কোনোভাবেই সহ্য করা হবে না। চিহ্নিত সব বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে ফেরত পাঠানো হবে।”

অভিযান অব্যাহত থাকবে

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণার মাধ্যমে মহারাষ্ট্র সরকার অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে।