কুমিল্লার মুরাদনগর উপজেলার আকিবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে এক পরিবারের তিন সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ভাঙচুরও চালানো হয়।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা রুবি, রাসেল এবং গৃহবধূ জোনাকি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।