শিরোনাম

সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

অবৈধভাবে অর্থ আত্মসাৎ, সরকারি বিধি লঙ্ঘন এবং শেয়ারবাজারে অনিয়মের মাধ্যমে বিনিয়োগ ও সম্পদ অর্জনের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই নির্দেশনা জারি করেন। এ তথ্য গণমাধ্যমকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন: সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে শত শত কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে শেয়ারবাজারে বিনিয়োগ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। এ অবস্থায় তারা দেশত্যাগ করলে অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।