শিরোনাম

গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা কেন্দ্রীয় ও দক্ষিণ গাজার কিছু এলাকায় এই অভিযান পরিচালনা করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা গাজাকে বিভক্তকারী নেটজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিতে এ অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এটিকে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ইতোমধ্যে তারা করিডোরটির দখল নিয়েছে।

উল্লেখ্য, গত মাসে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল এই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছিল।

২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর এটিকে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা কার্যত জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এই অভিযানের নিন্দা জানিয়ে এটিকে ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতাকারীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির ট্যাংক প্রথমবারের মতো গাজা সিটির দক্ষিণে নেটজারিমের কাছে সালাহ আল-দিন সড়কে পৌঁছে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, দক্ষিণমুখী যান চলাচল খোলা থাকলেও, গাজাবাসীদের উত্তরমুখী যাতায়াতের অন্যতম রুটটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে উপকূলীয় আল-রশিদ স্ট্রিট এখনো খোলা রয়েছে, যেখানে মানুষ হেঁটে উত্তর দিকে যেতে পারছে।

ইসরায়েল দাবি করেছে, এই কৌশল হামাস এবং ফিলিস্তিনিদের ওপর বাড়তি চাপ প্রয়োগের জন্য নেওয়া হয়েছে, বিশেষ করে গত মাসে ইসরায়েলি সেনারা নেটজারিম করিডোর ছেড়ে যাওয়ার পর হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি দক্ষিণ থেকে উত্তর গাজায় ফিরে গেছে।

হামাস জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে, যা গাজায় অবরোধ আরও কঠোর করেছে এবং এখানকার জনগণের মানবিক সংকটকে আরও তীব্রতর করেছে।